নিউ পুরীতে নিবাস বানানোর জন্য বাংলাকে জমি দিল ওড়িশা সরকার। পুরীতে গিয়ে হোটেল পায় না বাঙালি। সেই সমস্যার সমাধান করতে বুধবার ওড়িশায় 'বাংলা নিবাস' তৈরির জমি পছন্দ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিন দিনের ওড়িশা সফরের গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সফরের দ্বিতীয় দিনেই জগন্নাথ মন্দিরে পুজো দিতে যান তিনি। তাঁর আগেই বাংলা নিবাসের জন্য জমি পছন্দ করেন। তবে, ওড়িশা সরকার জমি দিলেও ঠিক কতটা জমি নেওয়া হবে, কত বড় নিবাস বানানো হবে সে কথা জানানো হয়্যনি।
ওড়িশা সরকার নিউ পুরী এলাকায় বিভিন্ন রাজ্যেকে নিবাস বানানোর জন্য জমি লিজ দিচ্ছে। মোট ৯৯ বছরের জন্য রাজ্যগুলি এই জমি লিজে পাবে। এই রাজ্যগুলির তালিকায় বাংলাও রয়েছে।
আরও পড়ুন - অনুব্রত জন্মের সাল কবে ? জেলে ঢোকার আগে ইডির সঙ্গে ধাঁধাঁয় তৃণমূল নেতা
ইতিমধ্যেই বাংলার জন্য জমি বরাদ্দ করা হয়েছে। ওড়িশা প্রশাসনের কর্তাদের সঙ্গে কথাও সেরে ফেলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এই নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রীর নবীন পট্টনায়কের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন।