মল্লিকার্জুন খাড়্গে সভাপতি হতেই কী দুরত্ব কমল কংগ্রেস-তৃণমূলে(TMC-Congresss meeting)? বহুদিন পর কংগ্রেসের ডাকা বৈঠকে হাজির ছিল তৃণমূল। বুধবার রাজধানীতে কংগ্রেসের ডাকা বৈঠকে হাজির হন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়(TMC MP Sudip Banerjee)। বৈঠক নিয়ে কোনও কথা বলতে চাননি তৃণমূলের লোকসভার দলনেতা। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে কংগ্রেসের বৈঠকে তৃণমূলের(TMC on Congress) যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের। দীর্ঘদিনের দূরত্বের পর ফের দুই দলের এই কাছে আসা নতুন কোনও সমীকরণের ইঙ্গিতবাহী বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
এদিন দিল্লিতে নাম করে কংগ্রেসকে বার্তা দেন তৃণমূল নেত্রীও(Mamata Banerjee)। তাঁর কথায়, ‘‘সব বিরোধী রাজনৈতিক দলের সঙ্গেই আমরা সমন্বয় করে চলব। যদি তাঁরা আমাদের সঙ্গে সমন্বয় করতে চান। যদি তাঁরা সমন্বয় করে আমাদের সঙ্গে এই অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে চান।’’ এরপরেই কংগ্রেসের ডাকা বৈঠকে সুদীপের(Sudip Banerjee) যোগদানে আগামীদিনে জাতীয় রাজনীতিতে নয়া মাত্রা যোগ হল বলেই মনে করা হচ্ছে।
তবে কংগ্রেসেরই একটি অংশের অভিযোগ, সংসদে বিরোধী ঐক্যের কথা বললেও, বাইরে কংগ্রেসেকে ভাঙার কাজ করছে তৃণমূল(Congress on TMC)। ফলে মমতার(Mamata Banerjee) বুধবারের বার্তাকে কোনওভাবেই রাজনৈতিক সমন্বয় হিসেবে দেখতে রাজি নয় কংগ্রেস হাইকমান্ড। উল্লেখ্য,, বুধবারই দিল্লিতে ত্রিপুরা কংগ্রেসের(Tripura Congress) পাঁচ নেতা যোগ দিয়েছেন তৃণমূলে। ফলে তৃণমূলের কথায়-কাজে মিল না থাকার অভিযোগ কংগ্রেসের।