ভারত জোড়ো যাত্রায় অঘটন। হাঁটতে হাঁটতে হার্ট অ্যাটাকে মৃত্যু হল কংগ্রেস সংসদের। জানা গিয়েছে, শনিবার সকালে পাঞ্জাবের ফিল্লৌরে রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় হাঁটছিলেন কংগ্রেস সাংসদ সান্তোখ সিংহ চৌধুরি (Congress MP Santokh Singh)।
যাত্রাপথে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্স করে তাঁকে নিয়ে যাওয়া হয় ফাগওয়ারার ভির্ক হাসপাতালে। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা সাংসদকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন- অঞ্জলিকাণ্ডে ঘাতকদের ধরতে ব্যর্থ দিল্লি পুলিশ, বরখাস্ত ১১ জন
সংসদের মৃত্যুর খবর শুনে যাত্রা ছেড়ে হাসপাতালে পৌঁছন রাহুল গান্ধী। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন পঞ্জবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত সিং মান। টুইটে সাংসদের আত্মার শান্তি কামনা করেছেন তিনি। শোক প্রকাশ করেছে কংগ্রেসও।