ভারতের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ৪ মাস পরে ফের ৭০০ পার। সরকারি হিসেব অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে ৭৫৪ জন রোগী কোভিডে আক্রান্ত হয়েছেন। কোভিডে মৃত্যুও হয়েছে এক রোগীর।
গত নভেম্বরে দেশে দৈনিক কোভিড সংক্রমণ ৭০০ ছুঁয়েছিল। ২০২২-এ ১২ নভেম্বর কোভিড আক্রান্তের সংখ্যা কমে দাঁড়ায় ৭৩৪। গত কয়েকদিন ধরে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে অনুযায়ী, দেশের কোভিড সংক্রমণ ঊর্ধ্বমুখী। সরকারের হিসেব অনুযায়ী, দেশে ৪৬২৩ জন কোভিড আক্রান্ত।
আবহাওয়া পরিবর্তনের সময়, প্রতিবছরই অসুস্থতা বাড়ে। গত কয়েকমাসে বাড়তে শুরু করেছে, এই ধরনের নাছোড় জ্বর-সর্দিকাশি শ্বাসকষ্টজনিত সমস্যা। পাশাপাশি অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হতে শুরু করেছে শিশুরা। এর মধ্যে কোভিডের দৈনিক সংক্রমণ উর্ধ্বমুখী হওয়ার স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ।