দেশে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affection) হলেন ১০,৭২৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৪৩ জনের। দেশে বর্তমানে মোট সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা ১ লক্ষ ১১ হাজার ৪৭২। এখনও পর্যন্ত মোট কোভিডে আক্রান্ত হলেন ৪ কোটি ২৯ লক্ষ ১৬ হাজার ১১৭ জন।
দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৩ হাজার ৭২৪ জনের। টানা ২১ দিন ধরে দৈনিক সংক্রমণ কমল দেশে। বর্তমানে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা আক্রান্ত রোগীর ০.২১ শতাংশ। দেশে সুস্থতার হার ৯৮.৫৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সক্রিয় কোভিড রোগীর সংখ্যা কমেছে ১০,৪০৯।
আরও পড়ুন: কমল সংক্রমণ ও মৃত্যু, একদিনে বঙ্গে করোনা আক্রান্ত ২৩৬, মৃত ৩
বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কোভিডের প্রকোপ অনেকটাই কমেছে। মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ববিধি মেনেই কাজ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারগুলো। দেশের একই সঙ্গে দ্রুত হারে চলছে টিকাকরণের প্রক্রিয়াও।