ভরসন্ধ্যায় পার্টি অফিসে ঢুকে সিপিএম (CPM) নেতাকে গুলি (CPM Leader allegedly shot dead) করে খুনের অভিযোগ । মৃতের নাম সুভাষ মুন্ডা ।
জানা গিয়েছে, বুধবার সন্ধেবেলায় হঠাৎই কয়েকজন দুষ্কৃতী পার্টি অফিসে ঢুকে, পরপর সাতবার সিপিএম নেতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে । রাঁচীর দলাদিলি চকের ঘটনা । সিপিএম-এর প্রতিরোধ-বিক্ষোভে তুমুল উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ।
আরও পড়ুন, Purulia News: মদ্যপ বাবার মারে 'খুন' তিন সন্তান , গ্রেফতার অভিযুক্ত প্রভাস মাহাতো
জানা গিয়েছে, বুধবার সন্ধেবেলায় রাঁচীর দলাদিলি চকের সিপিএম পার্টি অফিসে বসেছিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য সুভাষ মুন্ডা । সময় সন্ধে ৭টা কিংবা ৮টা । হঠাৎ বাইক নিয়ে অফিসে উপস্থিত হয় কয়েক জন। এরপর অফিসে ঢুকেই সুভাষকে লক্ষ্য করে ৭টি গুলি ছোড়ে তারা । ঘটনাস্থলেই মৃত্যু হয় সুভাষের । ঘটনার পর থেকে উত্তেজনা ছড়ায় এলাকায় ।
উত্তেজিত জনতা ভাঙচুর চালায় এলাকার দোকানপাটে। সিপিএম কর্মীরা পথ অবরোধ করেন। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । দেব উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা ।