সংস্কারের দায়িত্বে কেন্দ্রীয় সংস্থা। তারপরেও নাটমন্দিরে ফাটল। সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পুরীর জগনাথ মন্দিরে। যার জেরে প্রশ্নের মুখে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ভূমিকা। সম্প্রতি আরটিআই-এর এক রিপোর্টে পুরীর নাটমন্দিরে ফাটলের কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগ, একাধিকবার সংস্কারের কাজ হলেও এখনও সেই ফাটল রয়েই গিয়েছে। এমনকী দাবি করা হয়েছে, এই কাজ হয়েছে শুধু মাত্র খাতায়-কলমে। যা স্পষ্ট নাটমন্দিরে ফাটল থাকার ঘটনায়।
বেশ কয়েক বছর ধরেই পুরীর মন্দিরে কেন্দ্রীয় সংস্থার অধীনে সংস্কারের কাজ চলছে। ওড়িশা হাইকোর্টের নির্দেশে এই কাজ শুরু হয়েছিল। নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই কাজ শেষ করার নির্দেশও দেওয়া হয়েছিল। তারপরেও নাটমন্দিরে কী ভাবে ফাটল রয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পাশাপাশি সেবায়তদের অভিযোগ, এভাবে সংস্কারের কাজ দীর্ঘ হলে প্রভাব পড়ছে মন্দিরে দর্শণার্থীদের সমাগমের উপরেও। তাই মন্দিরের স্বার্থে সংস্কারের কাজ দ্রুত শেষ করার দাবি জানানো হয়েছে।