গুজরাট বিধানসভা ভোটে বড় চমক বিজেপির। জামনগর উত্তরে প্রার্থী করা হল ক্রিকেটার রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবাকে। বৃহস্পতিবার ১৮২টি আসনের মধ্যে ১৬০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। উল্লেখ্য, ২০১৯ সালে বিজেপিতে নাম লেখান রিভাবা। সেই সময়ও তাঁকে প্রার্থী করা নিয়ে জোর গুঞ্জন তৈরি হয়। কিন্তু শেষপর্যন্ত তা আর হয়নি। অন্যদিকে, পাতিদার নেতা হার্দিক প্যাটেল পদ্মচিহ্নে লড়ছেন আহমেদাবাদের বিরামগ্রাম থেকে।
গুজরাটের বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবারও লড়ছেন আহমেদাবাদের ঘাটলোদিয়া আসন থেকে। ওই কেন্দ্র থেকে ২০১৭ সালেও জিতেছিলেন তিনি। এবারের ভোটে বিদায়ী ৩৮ জনকে টিকিট দেয়নি বিজেপি। তাঁদের মধ্যে উল্লেখ্যযোগ্য নাম জামনগর-উত্তরের বিদায়ী বিধায়ক ধর্মেন্দ্রসিন জাদেজা।
আরও পড়ুন- Facebook Down: কর্মী ছাঁটাইয়ের পরদিনই ফেসবুকে গোলযোগ, সমস্যায় ইউজাররা
আগেই নির্বাচন কমিশন জানায়, গুজরাটে প্রথম দফায় ৮৯টি আসনে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ৯৩টি আসনে ভোটগ্রহণ। মোট ১৮২টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। ৯-১৪ নভেম্বর প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার দিন ধার্য করেছে কমিশন। ১০-১৭ নভেম্বরের মধ্যে দ্বিতীয় দফার মনোনয়ন পেশ।
নির্বাচন কমিশন জানিয়েছে, গুজরাটে বিধানসভা নির্বাচনে মোট ৫১ হাজার ভোটগ্রহণ কেন্দ্র থাকবে। ১২৭৪টি ভোটগ্রহণ কেন্দ্র সম্পূর্ণ মহিলা পরিচালিত হবে। ৮০ বছরের ঊর্ধ্বে নাগরিকরা ঘরে বসে ভোট দিতে পারবেন। গত নির্বাচনের থেকে এই নির্বাচনে গুজরাতে রূপান্তরকামী ভোটারের সংখ্যা প্রায় দ্বিগুণ ছাড়িয়েছে।