প্রেমিকার প্রাক্তন তথা নিজের বন্ধুকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, ২২ বছরের ওই যুবক প্রথমে তার বন্ধুকে হত্যা করে। পরে তাঁর বুক চিরে হৃদপিণ্ড বার করে আনে। কেটে নেওয়া হয় মাথা সহ শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ। ঘটনার পর অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদ। নিহত যুবকের নাম নবীন।
জানা গিয়েছে, মৃত নবীন এবং অভিযুক্ত হরিহার কৃষ্ণ দিলসুখনগরের একটি কলেজে পড়তেন। তাঁদের সঙ্গে পড়তেন এক তরুণীয। নবীন এবং হরিহর দুজনই ওই তরুণীর প্রেমে পড়েন। নবীনের সঙ্গে বিচ্ছেদের পর হরিহরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তরুণী।
আরও পড়ুন - ধর্মীয় অনুষ্ঠানে মর্মান্তিক পরিণতি, মৃত্যু ৮ মাসের শিশুর
পুলিশ জানিয়েছে, বিচ্ছেদের পরেও তরুণীকে ফোন, মেসেজ করতেন নবীন। এতেই ক্ষিপ্ত হয়ে হরিহর নবীনকে খুনের পরিকল্পনা করে। গত ১৭ ফেব্রুয়ারি অবশেষে দুজনের নেশাগ্রস্ত হয়ে পড়লে প্রেমিকাকে নিয়ে বচসা হয়। যার জেরেই এই খুন। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।