আজ দিল্লিতে ধর্নায় বসতে চলেছেন বাংলার ৫০০ ডিএ আন্দোলনকারী । বকেয় ডিএ-এর দাবিতেই তাঁদের এই ধর্না বলে খবর । এদিন, যন্তর-মন্তরের কাছে ধর্নায় বসবেন পারেন তাঁরা । ইতিমধ্যে দিল্লিচে পৌঁছে গিয়েছেন আন্দোলনকারীরা ।
জানা গিয়েছে ৫০০ জন আন্দোলনকারী ধর্নায় সামিল হবেন । মঙ্গলবারও ধর্না দেবেন তাঁরা । দিল্লিতে ধর্নার পাশাপাশি বেশ কিছু জায়গায় আন্দোলনকারীদের ডেপুটেশন দেওয়ার কথা। তার মধ্যে রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ।
এদিকে, দিল্লিতে এই ধর্না দেখানোর জন্য তাদের বেশ কয়েকজনের উপরে কড়া শাস্তি নামতে পারে। আন্দোলনকারীদের এই আশঙ্কা খুব একটা ভুল নয়। কারণ, নবান্ন সূত্রে এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে । প্রথম দু দফায় আন্দোলন রুখতে নোটিস জারি করে শাস্তির কথা জানিয়েছিল সরকার। কিন্তু এবার এখনও এই ব্যাপারে কোনও ইঙ্গিত দেওয়া হয়নি। ইতিমধ্যেই আলোচনার মধ্যে ডিএ আন্দোলন মিটিয়ে নিতেই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।