গাড়িতে দমবন্ধ হয়ে মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। মৃতদেহটি উদ্ধার হয়েছে ৭ এপ্রিল। মৃত ওই শিশুর নাম রাঘব। প্রায় ৩দিন গাড়ির ভিতর আটকে ছিল সে।
জানা গিয়েছে, যে ব্যক্তির গাড়ির ভিতর ওই শিশুর দেহ পাওয়া গিয়েছে তাঁর নাম চন্দ্রশেখর। তাঁর বাড়িতেই কাজ করতেন ওই শিশুর মা। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। মৃত্যুর পিছনে নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের প্রাথমিক অনুমাণ ওই গাড়িতে ভুল করে দরজা খুলে ঢুকে পড়ে রাঘব। তারপর দরজা বন্ধ হয়ে যায় নিজে থেকেই। সঙ্গে সেন্ট্রাল লকও হয়ে যায়। সেকারণে রাঘব সেখান থেকে বের হতে পারেনি।
প্রায় তিনদিন পর চন্দ্রশেখর গাড়ি বের করতে গেলে দেহ দেখতে পান। এদিকে পুলিশের তরফে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।