বিহার বিষমদ কাণ্ডে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শনিবার ফের ১০ জন মারা গিয়েছে বলেই খবর। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭০। বেশ কয়েক বছর আগেই মদ নিষিদ্ধ করা হয় বিহারে(Toxic Liqur Case in Bihar)। কিন্তু তারপরেও কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে নীতিশ-প্রশাসনের অন্দরে(Nitish Kumar on Bihar Toxic Liquor Case)। এবার জাতীয় মানবাধিকার কমিশনের তরফে একটি দল পাঠানো হবে ছাপরায়। কীভাবে এই ঘটনা ঘটল, তা সন্ধান করে কেন্দ্রকে বিস্তারিত রিপোর্ট দেবেন তাঁরা।
মূলত এই বিষমদ উৎপাদন ঠেকাতে নীতিশ সরকারের(Bihar Govt. to ban Toxic Liquor) ভূমিকা ঠিক কী ছিল, তা খতিয়ে দেখবে কমিশন। সার্বিকভাবে এই বিষমদ উৎপাদন ঠেকাতে বিহার সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, তাও খতিয়ে দেখবেন কমিশনের প্রতিনিধিরা।
আরও পড়ুন- Fire in Kolkata : বিধ্বংসী আগুনে ভস্মীভূত শতাব্দী প্রাচীন ভবানীপুর সুইমিং ক্লাব
বুধবার বিহারের(Bihar Toxic Liquor Case) সরন জেলার ইশুয়াপুরের এক গ্রামে বিষমদ খেয়ে বাড়িতেই মারা যান ৪ জন ব্যক্তি। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে(Chapra District Hospital) ভর্তি করানো হয়েছিল। ছাপরা জেলা হাসপাতালে সেদিনই মৃত্যুর কোলে ঢলে পড়েন ১৭ জন। বিষমদ কাণ্ডে এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অসংখ্য মানুষ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান।