২০ বছরের অপেক্ষার অবসান। রবিবারই আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া (ICC ODI WC 2023)। উত্তেজনায় কাঁপছে গোটা দেশ। এই আবহেই রবিবার ড্রাই-ডে ঘোষণা করল দিল্লির (Delhi) আপ সরকার। এই ছুটির দিনে সুরা পাওয়া যাবে না রাজধানীর কোনও দোকানে।
আসলে, ১৯ নভেম্বর শুধু বিশ্বকাপ ফাইনাল নয়। এই দিন দেশ জুড়ে পালিত হচ্ছে ছট উৎসব। সেই কারণেই এই দিনে মদ কেনা ও বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে অরবিন্দ কেজরিওয়াল সরকারের আবগারি দফতর।
আরও পড়ুন - ডিপ ফেক নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন, সচেতন হওয়া দরকার; বললেন প্রধানমন্ত্রী