কোভিডে আক্রান্ত হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejiriwal)। তাঁর শরীরে মৃদু উপসর্গ আছে। আইসোলেশনে (Isolation) আছেন তিনি।
টুইট করে কেজরিওয়াল জানান, "কোভিড রিপোর্ট পজিটিভ (Covid 19 Positive) এসেছে। মৃদু উপসর্গ আছে।" ঘরেই আইসোলেশনে আছেন তিনি। গত কয়েকদিন যাদের সঙ্গে দেখা হয়েছে, তাদের আইসোলেশনে থাকার অনুরোধ করেছেন তিনি। কোভিড পরীক্ষা করানোর পরামর্শও দেন দিল্লির মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: বেলাগাম ওমিক্রন দাপট, দেশে নতুন করে করোনায় আক্রান্ত ২৭,৫৫৩
গত সপ্তাহ থেকে দিল্লিতে কোভিড সংক্রমণ বাড়ছে। ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে দিল্লিতে। সোমবার রাজধানীতে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪০০০ জন। সংক্রমণের হার ৬.৪ শতাংশ। রাজ্যে নতুন করে বেঁধে দেওয়া হয়েছে কোভিড গাইডলাইন।