প্রজাতন্ত্র দিবসের (Republic Day) দিন এক যুবতীকে গণধর্ষণের (Gang Raped) অভিযোগ রাজধানী নয়াদিল্লিতে (New Delhi)। ঘটনাটি ঘটেছে দিল্লির কস্তুর্বা নগরে। অভিযোগ, যুবতীর চুল কেটে, গলায় জুতোর মালায় ঝোলানো হয়। তারপর মুখে কালি মাখিয়ে রাস্তা দিয়ে হাঁটানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে।
পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিনী যুবতীর সঙ্গে ব্যক্তিগত শত্রুতার জেরেই এই কাজ করা হয়েছে। জানা গিয়েছে, ওই এলাকার এক যুবক তাকে পছন্দ করত। গত বছর নভেম্বরে ওই যুবক আত্মহত্যা করে। তারপরই ওই যুবকের পরিবার আত্মহত্যার জন্য অভিযোগকারিনীর ঘাড়ে দোষ চাপায়। পুলিশ ওই পরিবারের চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন: প্রজাতন্ত্র উদযাপনে দিল্লির আকাশে উড়বে ১০০০ টি ড্রোন
দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল এই ঘটনা নিয়ে টুইট করেছেন। তিনি জানান, ২০ বছরের এক যুবতীকে গণধর্ষণ করেছে বেআইনি মদ ব্যবসায়ীরা। তাকে নেড়া করা করা হয়েছে, জুতোর মালা পরানো হয়েছে। মুখে কালি মাখিয়ে রাস্তা দিয়ে হাঁটানো হয়েছে।