ওমিক্রন(Omicron) আতঙ্কে মঙ্গলবার দিল্লিতে হলুদ সর্তকতা(yellow alert) জারি করা হল। জারি করা হয়েছে একাধিক বিধিনিষেধ। ৫০% হাজিরা নিয়ে চলবে অফিস কাছারি, তবে সম্পূর্ণ বন্ধ থাকবে প্রেক্ষাগৃহ, জিম। রাত ১০টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত রাজধানীতে জারি নৈশ কারফিউ(Night Curfew)।
সোমবার দিল্লিতে(Delhi) সংক্রমণের সংখ্যা ছিল ছ'মাসের মধ্যে সর্বোচ্চ। রাজধানীতে(Capital of India) সোমবার নতুন করে ৩৩১ জন করোনা আক্রান্তের হদিশ মেলে। এরপরই তড়িঘড়ি করোনা বিধিনিষেধের আদেশ জারি করে কেজরিওয়াল(Kejriwal) সরকার।
আরও পড়ুন- Covid-19: সারা বিশ্বেই বাড়ছে করোনা, শুক্রবার থেকে বাতিল হল সাড়ে ১১ হাজার বিমান
সাধারণত টানা দু’দিন সংক্রমণের হার ০.৫ শতাংশের উপরে থাকলে হলুদ সতর্কতা জারির পরিস্থিতি তৈরি হয়। দিল্লিতেও(Delhi) গত দু’দিন ধরে সংক্রমণের হার ০.৫ শতাংশের উপরে। ফলে রাজধানীতেও জারি হয়েছে হলুদ সতর্কতা(yellow alert)।