রাজধানী দিল্লির উপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে পোস্টার। এই ঘটনায় অভিযানে নেমে এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ১০০টির বেশি এফআইআর দায়ের করা হয়েছে। রাজধানী দিল্লি থেকে প্রায় ২ হাজার বেশি পোস্টার সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি দিল্লি পুলিশের। মোদী হটাও দেশ বাঁচাও- মূলত এই স্লোগান লেখা ছিল পোস্টারগুলিতে। দিল্লি পুলিশের দাবি, ধৃতদের মধ্যে রয়েছেন দুই ছাপাখানার মালিকও।
দিল্লি পুলিশের একটি সূত্রে দাবি করা হয়েছে, দিল্লিতে আম আদমি পার্টির একটি দফতরের সামনে থেকে একটি গাড়ি আটক করা হয়েছে। ওই গাড়িতে প্রধানমন্ত্রীর নামে আপত্তিকর স্লোগান হয় এই পোস্টার বোঝাই করা ছিল বলেও দিল্লি পুলিশের দাবি। ওই গাড়ি থেকেও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে দিল্লি পুলিশ।
এই ঘটনায় প্রিন্টিং প্রেস অ্যাক্ট এবং সম্পত্তির ক্ষতিসাধন বিরোধী আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এমনটাই জানিয়েছেন দিল্লি পুলিশের এক কর্তা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বেলা পর্যন্ত দিল্লির একাধিক এলাকায় চলেছে অভিযান।