নীল-সাদার সঙ্গে হলুদ। প্রকাশ পেলে কংগ্রেসের প্রাক্তন নেতা গুলাম নবি আজাদের নতুন দলের পতাকা। নাম দেওয়া হল গণতান্ত্রিক আজাদ পার্টি। যা ধর্মনিরপেক্ষ এবং যাবতীয় প্রভাব থেকে মুক্ত। সোমবার এমনটাই দাবি করলেন, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্য়মন্ত্রী এবং প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী গুলাম নবি আজাদ। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উপর ক্ষোভ দেখিয়ে গত মাসে কংগ্রেস ছেড়েছিলেন রাজীব গান্ধীর একদা বিশ্বস্ত সৈনিক গুলাম নবি। তিরিশ দিনের মধ্যেই নতুন দল তৈরি করে ফেললেন।
তাঁর অভিযোগ ছিল, উপত্যকার মানুষের সঙ্গে জনসংযোগ হারিয়ে ফেলেছে কংগ্রেস। সেই কারণে, জম্মু-কাশ্মীরের পরিস্থিতি আরও অবনতি হয়েছে। এদিন ফের তাঁর দাবি, জম্মু-কাশ্মীরের মানুষের স্বার্থেই তিনি কাজ করবেন। সরব হবেন উপত্যকায় ফের নির্বাচনের জন্য।
দু হাজার সালের মাঝামাঝি সময়ে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন গুলাম নবি। তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ উঠেছিল কংগ্রেসের অন্দরে। সেই অভিযোগের ভিত্তিতেই কংগ্রেস ছেড়েছিলেন তিনি। এবার নতুন দল তৈরি করে ফেললেন।