Maharasthra Political Update : মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন দেবেন্দ্র ফড়ণবীশ

Updated : Jul 07, 2022 07:25
|
Editorji News Desk

সবকিছু ঠিক থাকলে আজ বৃহস্পতিবার মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীশ। বুধবার রাতে একটি সূত্র থেকে এই দাবি করা হয়েছে। সেক্ষেত্রে উপ-মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিন্ডে। মহারাষ্ট্রে রাজনৈতিক রূপরেখা সাজিয়েই বুধবার দিল্লি থেকে মুম্বই ফিরছেন ফড়ণবীশ। এদিন শপথ নিলে, রাজ্যে তৃতীয়বার তাঁর নেতৃত্বে মসনদে বসবে বিজেপি। সুপ্রিম কোর্টের নির্দেশের পর বুধবার রাতেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন উদ্ধব ঠাকরে। তাঁর ইস্তফার খবরে উল্লাস শুরু হয় বিদ্রোহী ও বিরোধী শিবিরে। জানা গিয়েছে, নতুন মন্ত্রিসভায় প্রতি ছয় জন বিধায়ক পিছু একজন করে মন্ত্রী করা হতে পারে। রাজনৈতিক মহলের দাবি, দিল্লি থেকে ফড়ণবীশকে এই ঘুঁটি সাজিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মতো বিজেপির শীর্ষ নেতারা। 

উদ্ধবের ইস্তফায় আস্থাভোটের আর প্রয়োজন নেই। এই পরিস্থিতিতে আগামী কয়েক দিনের মধ্যে বিদ্রোহী শিবসৈনিক মুম্বই আনা হতে পারে। বর্তমানে ৩৯ জন বিদ্রোহী শিবসেনা বিধায়কের পাশাপাশি অন্তত আট জন নির্দল এবং ওমপ্রকাশ বাবুরাও কাড়ু ওরফে বাচ্চুর নেতৃত্বাধীন প্রহার জনশক্তি পার্টির দুই বিধায়ক রয়েছেন শিন্ডে শিবিরে। শিন্ডে, বাচ্চু-সহ মোট ৮ জন মন্ত্রী রয়েছেন এই তালিকায়। তাঁদের প্রত্যেককেই ফের মন্ত্রী করা হতে পারে। এ ছাড়া বাড়তি দু’টি প্রতিমন্ত্রীর পদ পেতে পারেন শিন্ডে অনুগামীরা। অন্যদিকে বিজেপির রয়েছে ১০৬জন বিধায়ক।

২০১৪-১৯ মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোটের মুখ্যমন্ত্রী ছিলেন ফডণবীস। ২০১৯-এর বিধানসভা ভোটের পর শিবসেনার সঙ্গে জোট ভেঙে যাওয়ায় এনসিপি প্রধান শরদ পওয়ারের বিদ্রোহী ভাইপো অজিতের সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন ফডণবীস।

BJPMaharashtraShiv SenaDevendra Fadnavis

Recommended For You

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক

editorji | ভারত

Maha Kumbh 2025 : শিবরাত্রিতে অমৃত স্নান, সাড়ে ৬৫ কোটি মানুষের মিলনে সম্পন্ন এবারের কুম্ভ মেলা

editorji | ভারত

Rekha Gupta : রামলীলা থেকে নয়া শপথ, দিল্লিতে এবার রেখার রাজত্ব

editorji | ভারত

Sam Pitroda: চিন নিয়ে মন্তব্য়, স্যাম পিত্রোদাকে আক্রমণ বিজেপির, USAID ফান্ড নিয়েও আক্রমণ

editorji | ভারত

Earthquake in Delhi : নড়ে গেল ধৌলাকুঁয়ার মাটি, দুলেই ঘুম ভাঙল দিল্লির, সবাইকে শান্ত থাকতে বললেন মোদী