একের পর এক যান্ত্রিক গোলযোগের ঘটনায় ডিজিসিএ এবার কারণ দর্শানোর নোটিশ দিল স্পাইসজেটকে। গত ৫ জুলাই, স্পাইসজেটের চিনগামী বিমানের আবহাওয়া রেডারে গোলযোগ দেখা দেওয়ার পরই বিমান সংস্থাকে কারণ দর্শানোর নোটিশ ধরানো হয়। আগামী তিন সপ্তাহের মধ্যে স্পাইসজেটকে এর জবাব দিতে হবে। উল্লেখ্য, ১৮ দিনে আটটি গোলমালের ঘটনা ঘটেছে বেসরকারি বিমান পরিবহণ সংস্থা স্পাইসজেটের উড়ানে।
ডিজিসিএ তাঁদের নোটিশে জানিয়েছে, নিরাপদ, দক্ষ এবং নির্ভরযোগ্য বিমান পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে স্পাইসজেট। কারণ দর্শানোর নোটিশকে ট্যাগ করে অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া টুইটে লিখেছেন, ‘যাত্রী নিরাপত্তাই আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।’
আরও পড়ুন- Salman Chisti Arrested : নূপুর শর্মাকে খুনের হুমকি, গ্রেফতার আজমের দরগার খাদিম সলমন চিস্তি
মঙ্গলবার স্পাইসজেট বিমান সংস্থার দুটি বিমান মাঝ আকাশে কারিগরি ত্রুটির জেরে সমস্যায় পড়ে। দিল্লি থেকে দুবাইগামী একটি বিমানে জ্বালানি সূচকে ত্রুটি হওয়ায় পাকিস্তানের করাচি বিমানবন্দরে সেটিকে জরুরি অবতরণ করানো হয়। ১১ ঘণ্টার অপেক্ষা শেষে ১৩৮ জন যাত্রীকে ফের ভারতে ফিরিয়ে আনা হয়। মঙ্গলবারই গুজরাত থেকে মহারাষ্ট্রগামী একটি বিমানের উইন্ডশিল্ডে মাঝ আকাশে ফাটল ধরা পড়ে। ঘটনাটি নজরে আসতেই কান্ডলা-মুম্বই বিমানটি জরুরি অবতরণ করে।
গত তিন বছর ধরে ধারাবাহিক ভাবে লোকসানে চলছে স্পাইসজেট। ২০১৮-১৯ অর্থবর্ষে ৩১৬ কোটি, ২০১৯-২০ অর্থবর্ষে ৯৩৪ কোটি এবং ২০২০-২১-এ ৯৯ কোটি টাকা লোকসান হয়েছে বেসরকারি বিমান সংস্থাটির।