'বোমাই(Bomb recovered) এখন এ রাজ্যের একমাত্র শিল্প'। বিগত বেশ কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বোমা উদ্ধার নিয়ে শুক্রবার সুর চড়ালেন দিলীপ ঘোষ(Dilip Ghosh on TMC)। এদিন প্রাতঃভ্রমণ শেষে ইকোপার্ক থেকে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে এভাবেই গর্জে ওঠেন এই বিজেপি সাংসদ। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের(Panchayet Election 2023) দিন ঘোষণার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অস্ত্র-বোমার একাধিক কারখানার হদিশ মিলেছে বলেই খবর। এমনকি, বিভিন্ন জায়গায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের(TMC Group Clash) জেরে পরিস্থিতিও যথেষ্ট উত্তপ্ত।
বৃহস্পতিবার ভাঙড়(Bomb recovered in Bhangar) থেকে উদ্ধার হয় বিপুল অস্ত্র। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বোমা বানানোর বিপুল সামগ্রী বাজেয়াপ্ত করে কাশীপুর থানা(Cossipore Police Station)। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে ৫টি সকেট বোমা, ১৫ কেজি বারুদ, বোমা তৈরির বিভিন্ন যন্ত্রপাতি। উদ্ধার হয়েছে একটি দেশি বন্দুক এবং কার্তুজ।
আরও পড়ুন- West Bengal Weather Update: হাতে আর চোদ্দ দিন...এই মরশুমের শীত নিয়ে কী বলল আবহাওয়া দফতর?
এদিনই আবার বীরভূমের(Birbhum Violence) নানুর থেকে অস্ত্রভাণ্ডারের হদিশ মেলে। বৃহস্পতিবার রাতে নানুরের(Bomb recovered from Nanoor) পাকুরহাস গ্রামের শাফিক শেখের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৩টি বন্দুক, ১৩ রাউন্ট গুলি সহ ১টি মাস্কেট। বাজেয়াপ্ত করা হয় প্রায় ১০ কেজি বারুদ।