পদ্মসম্মানের তালিকা ঘোষিত হয়েছে বুধবার । এবছর বাঙালি চিকিৎসক ও ORS-এর জনক প্রয়াত দিলীপ মহলানবিশকে মরণোত্তর পদ্মসম্মান দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তাঁকে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হবে । এ ছাড়া চলতি বছর পদ্মসম্মান পাচ্ছেন আরও চার বাঙালি । শিল্পী প্রীতিকণা গোস্বামী, প্রবীণ লোকসঙ্গীত শিল্পী মঙ্গলকান্তি রায়, ভাষা গবেষক ধনীরাম টোটো এবং চিকিৎসক রতনচন্দ্র কর । তাঁরা প্রত্যেকেই পদ্মশ্রী সম্মান পাচ্ছেন ।
মুক্তিযুদ্ধের সময় শরণার্থীরা আশ্রয় নিয়েছিল ভারতে । সেই সময় কলেরার প্রকোপ দেখা দিয়েছিল। তখনই দিলীপ মহালনবিশ লবণ-চিনি এবং বেকিং সোডার জলের মিশ্রণ তৈরি করে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন । পরে তাঁর হাত ধরেই স্বীকৃতি পায় ওআরএস । জলপাইগুড়ি জেলা থেকে এবার দু'জন পদ্মশ্রী সম্মান পাচ্ছেন । প্রাচীন বাদ্যযন্ত্র সারিন্দা বাদক মঙ্গলকান্তি ও টোটোদের ভাষার লিপির উদ্ভাবক ধনীরাম । কাঁথা স্টিচের কাজের জন্য সম্মানিত হচ্ছেন দক্ষিণ ২৪ পরগণার প্রীতিকণা গোস্বামী । চিকিৎসক রতনচন্দ্র আন্দামানের বাসিন্দা । জারোয়া, ওঙ্গি-র মতো জাতিদের চিকিৎসা করেছেন তিনি ।
এ বছর মোট ১০৬ জনকে পদ্মসম্মান দেওয়া হচ্ছে । পদ্মবিভূষণ পাচ্ছেন ৬ জন । ৯ জন পাচ্ছেন পদ্মভূষণ । ৯১ জনকে দেওয়া হচ্ছে পদ্মশ্রী সম্মান ।সাধারণত, প্রতি বছর মার্চ বা এপ্রিল মাসে রাষ্ট্রপতি ভবনে ঘোষিত পদ্মসম্মান অনুষ্ঠিত হয় ।