টানা তুষারপাত। কোনও ভাবেই হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি প্রসূতিকে। অগত্যা হোয়াটসঅ্যাপে ভিডিয়ো কলের মাধ্যমে চিকিৎসকদের সহায়তায় জন্ম নিল একরত্তি। ঘটনাটি জম্মু-কাশ্মীরের (Jammu And Kashmir) কুপওয়াড়া জেলার প্রত্যন্ত এলাকা কেরানের।
জানা গিয়েছে, শুক্রবার রাতে ওই মহিলার প্রসব বেদনা শুরু হয়। নিয়ে যাওয়া হয় একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে প্রসব করানোর মতো প্রয়োজনীয় পরিকাঠামো ছিল না। শৈত্যপ্রবাহ এবং তুষারপাতের কারণে অ্যাম্বুলেন্স বা হেলিকপ্টারের সাহায্য নিয়েও কোন ভাবেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না।
আরও পড়ুন- ফোন করে পাওয়া যায়নি অ্যাম্বুলেন্স, ঠেলায় করে বাবাকে হাসপাতালে নিয়ে গেল ৬ বছরের শিশু
অবশেষে করলাপোড়া সাবডিস্ট্রিক হাসপাতালের গাইনো বিভাগের চিকিৎসক পারভেজ হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে টানা ৬ ঘন্টা ধরে ওই স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের নির্দেশনা দেন। নির্দেশ অনুসরণ করেন স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা। জন্ম হয় শিশুটির। জানা গিয়েছে, বর্তমানে মা এবং শিশু দুজনেই ভাল আছেন।