৭৩তম প্রজাতন্ত্র দিবসে (73th Republic Day) রাইসিনা হিলে দেখা গেল ড্রোন শো (Drone Show)। রাতের আকাশে আলোর মাধ্যমে ভেসে ওঠে কিছু গাড়ি। যা কয়েকমুহূর্তে তৈরি করে ভারতের তেরঙা। এরপর ড্রোনের আলোয় দেখা যায় একটি গ্লোব। যা ধীরে ধীরে ভারতের ম্যাপে (India Map) বদলে যায়। ভেসে ওঠে গেরুয়া, সাদা, সবুজ রংয়ের ছটা। ঘুরতে দেখা যায় মাঝের অশোকচক্র।
এরপরই আগের আলো মিলিয়ে গিয়ে আকাশে ভেসে ওঠে জাতির জনক গান্ধীজির (Father Of Nation Gandhiji) একটি অবয়ব। লাঠি নিয়ে গান্ধীজির আইকনিক সেই ছবির পিছনে দেখা যায় সূর্য। ন্যাশনাল ওয়ার মিউজিয়ামের ছবি তুলে ধরে হয় এরপর ড্রোন শোয়ের মাধ্যমে। সম্প্রতি ইন্ডিয়া গেট থেকে অমর জওয়ান জ্যোতি (Amar Jawan Jyoti) সরিয়ে নিয়ে যাওয়া হয় এই ওয়ার মেমোরিয়ালে। তা নিয়ে বিতর্কও তৈরি হয়।
আরও পড়ুন: কোভিড বিধি মেনে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ, ন্যাশনাল মেমোরিয়ালে মোদী-কোবিন্দ
এরপর ড্রোন শো-এ উঠে আসে মেক-ইন ইন্ডিয়ার সিংহের প্রতিমূর্তি। এই মেক-ইন ইন্ডিয়াকে প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 'আত্মনির্ভর ভারত' প্রকল্পে জোর দিয়েছে সরকার। এসবের পর প্রজাতন্ত্র দিবসের আলোয় তৈরি হয় কিছু লেখা। '৭৫ আজাদি কা মহোৎসব'। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ৭৫তম স্বাধীনতা দিবসের জন্য এই নাম ঘোষণা করেছেন। শো শেষ হওয়ার আগে ফের আলোর মাধ্যমে ফুটে ওঠে ভারতের তেরঙা পতাকা।