জানুয়ারির এক সপ্তাহ কেটে গিয়েছে। কিন্তু এই বছর এখনও তুষারপাতের দেখাই নেই কাশ্মীরের গুলমার্গে! অথচ প্রতি বছর এই সময়ে বছরের চাদরে মুড়ে যায় ভূস্বর্গ। দেশ বিদেশ থেকে সেই স্বর্গীয় সৌন্দর্য দেখতে ভিড় জমান পর্যটকরা। তবে এই বছর সবই অন্য রকম। তুষারপাত তো বটেই, শীতের বৃষ্টিও হচ্ছে না। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত আবহাওয়া পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই।
কাশ্মীরে এই সময় চলে চিল্লাই কালান। জানুয়ারির ৩০ তারিখ পর্যন্ত শ্বেতশুভ্র চাদরে আবৃত থাকে সবকিছু। শীতের বৃষ্টির পরই শুরু হয় তুষারপাত৷ গুলমার্গ, সোনমার্গ বরফে ঢাকা পড়ে। জলবায়ুর পরিবর্তনের জেরে এবার সবকিছুই বদলে গিয়েছে। কাশ্মীরের যত পুকুর, দিঘি, পাতকুয়ো, জলাশয়, ঝিল, খাল, বিল রয়েছে, সর্বত্র জলস্তর হুহু করে কমছে।
কেন হচ্ছে এই রকম? প্রশান্ত মহাসাগরে উষ্ণ জলস্রোত এল নিনোর কারণেই ঋতুচক্রে বদল হয়েছে। এর প্রভাব পড়েছে কাশ্মীরের আবহাওয়ায়। তাতেই মুখভার পর্যটক থেকে স্থানীয় মানুষ- সকলেরই।