করোনা পর্ব মিটতেই ফের ছন্দে ফিরল রেল। ফেব্রুয়ারি থেকেই বদলাতে শুরু করে পরিস্থিতি। আর বছর শেষের আগেই রেলের তরফে জানানো হয়, এই অর্থবর্ষে টিকিট বিক্রি থেকে তাঁদের আয় ৩৩ হাজার ৪৭৬ কোটি টাকা। যা নিঃসন্দেহে হাসি ফুটিয়েছে রেল আধিকারিকদের মুখে।
জানা গিয়েছে, আগের বছরের টিকিট বিক্রি থেকে রেলের আয় হয় ১৭ হাজার ৩৯৪ কোটি টাকা। এই বছরের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সংরক্ষিত বিভাগে ২৪ শতাংশ আয় বেড়েছে রেলের। গত বছরের থেকে এইবছর প্রায় ৮.৪ কোটি জন বেশি টিকিট কেটেছেন। ফলে রোজগার বেড়ে হয়েছে ৬৫ শতাংশ।
করোনাকালীন ধাক্কার পর থেকেই খরচ কমাতে বিভিন্ন উদ্যোগ নেয় রেল। এবার থেকে দৈনিক ১৫ হাজার টাকার কম আয়যুক্ত স্টেশনগুলিতে থামবে না কোনও এক্সপ্রেস ট্রেন। এছাড়াও ট্রেনের বিদ্যুৎ খরচ বাঁচাতে বিভিন্ন কার্যকরী ব্যবস্থা নেওয়ার পথে হাঁটছে ভারতীয় রেল।