'অগ্নিপথ' প্রকল্প (Agnipath scheme protest) নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। উত্তাল হয়ে উঠছে দেশ। এবার রেলের যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধ করল রেল। এর মধ্যে পূর্ব রেলের একাধিক ট্রেন আছে। ফলে দুর্ভোগের মধ্যে পড়েছেন যাত্রীরা। শুক্রবার সকালে দেশের বিভিন্ন জায়গায় নতুন করে বিক্ষোভ দেখানো শুরু হলে দ্রুত ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেন আধিকারিকরা ৷
বৃহস্পতিবার থেকে বিহার, উত্তরপ্রদেশ ও তেলাঙ্গানার বিস্তীর্ণ অংশে বিক্ষোভের জেরে (Agnipath scheme protest) একাধিক ট্রেনের কামরায় বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয় । পরিস্থিতি নিয়ে পূর্ব রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনার পর একাধিক ট্রেন বাতিল(Easter rail trans cancelled) করা হয়েছে বলে জানিয়েছেন হাওড়ার স্টেশন ম্যানেজার মোহিতকান্তি বিশ্বাস। তিনি জানান, ২২৭৩ হাওড়া দিল্লি দুরন্ত এক্সপ্রেস, ১২৩২৭ হাওড়া হরিদ্বার এক্সপ্রেস, ১২০২৩ পাটনা জন শতাব্দী এক্সপ্রেস আপাতত বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: 'অগ্নিপথ' নিয়ে জ্বলছে দেশ, গুরুগ্রামে ১৪৪ ধারা, ফরিদাবাদে বন্ধ ইন্টারনেট ও মোবাইল পরিষেবা
তিনি আরও জানান, বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশে বিক্ষিপ্তভাবে বিক্ষোভ (Agnipath scheme protest) চলছে। যাঁরা এই বাতিল হওয়া ট্রেনগুলোতে টিকিট কেটেছেন, তাঁদের টিকিটের দাম ফেরত দেওয়া হবে পূর্ব রেলের পক্ষ থেকে। যদিও লোকাল ট্রেন পরিষেবাতে এখনও কোনও সমস্যা নেই।
শুক্রবার সকালে উত্তরপ্রদেশের বালিয়া স্টেশনে একটি ট্রেনে আগুন জ্বালিয়ে দেন আন্দোলনকারীরা। ভাঙচুর করা হয় রেলস্টেশনও। পুলিশ এবং রেলরক্ষী বাহিনীর সদস্যেরা দ্রুত গিয়ে জ্বলন্ত কামরাগুলি সরিয়ে নিয়ে পরিস্থিতি সামলেছেন।
অন্য দিকে, তেলাঙ্গানার সেকেন্দ্রাবাদে আগুন লাগানো হয় একটি যাত্রিবাহী ট্রেনে। পুলিশ সূত্রের খবর, স্টেশন চত্বরেই আন্দোলনকারীরা ঢুকে পড়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনে ‘অগ্নিকাণ্ড’ ঘটায়। সেই সময় পুলিশের গুলিতে মৃত্যু হয় এক বিক্ষোভকারীর।