কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধিকে শো-কজ করল নির্বাচন কমিশন। অভিযোগ, নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে আক্রমণ করেছিলেন প্রিয়ঙ্কা। আর সেকারণেই তাঁকে শো-কজের নোটিশ দেওয়া হয়েছে।
এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মিডিয়ায় আপত্তিকর পোস্ট করার অভিযোগ উঠেছে আম আদমি পার্টির বিরুদ্ধে। তাদেরকেও শো-কজের নোটিশ পাঠানো হয়েছে।
শো কজ চিঠিতে প্রিয়ঙ্কা গান্ধির বিরুদ্ধে বলা হয়েছে, তিনি প্রধান মন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা তথ্য পরিবেশন করেছিলেন। মধ্যপ্রদেশের নির্বাচনী প্রচারে গিয়ে ওই কাজ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ৮টার মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে।