বৃহস্পতিবারও ইডির জেরার মুখে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সূত্রের খবর, জেরায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এবার ইডির নজরে অনুব্রত কন্যা সুকন্যার সম্পত্তি। সূত্রের খবর, একাধিক বিদেশি ব্যাঙ্ক থেকে টাকা ঢুকেছে সুকন্যা মণ্ডলের কম্পানিতে। কিন্তু কীভাবে ঢুকেছে সেই টাকা, কার মাধ্যমেই লেনদেন হত, উত্তর খুঁজছেন ইডির তদন্তকারী আধিকারিকরা।
ইডি সূত্রে খবর, সুকন্যার মোট দুটি সংস্থার নাম জানা গিয়েছে। নীড় ডেভেলপার প্রাইভেট লিমিটেড ও এএনএম অ্যাগ্রোকেম ফুডস প্রাইভেট লিমিটেড। এই দুই অ্যাকাউন্টে বিদেশি বিপুল অর্থ ট্রান্সফার হয়েছে বলে সন্দেহ ইডির। এসবের চুক্তি নিয়েই অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করছেন দিল্লির তদন্তকারী আধিকারিকরা।
আরও পড়ুন: ইডির নজরে চার অভিনেত্রী, টলিউডের আরও নাম আসবে, দাবি বনির মায়ের
গরুপাচারের টাকার লেনদেন নিয়ে বুধবার সকাল থেকেই অনুব্রত মণ্ডলকে জেরা করছে ইডি। ২০১৫-২০১৮ সালের মধ্যে সম্পত্তির বৃদ্ধি হয়েছে। ছায়াসঙ্গী সায়গল হোসেনের সঙ্গে তাঁর কী সম্পর্ক। কত টাকা কমিশন নেওয়া হত। সবই খুঁটিয়ে জানতে চাইছে ইডি।