বেসরকারি সংস্থার কর্মীদের স্বার্থে বড় সিদ্ধান্ত। সোমবার এই সিদ্ধান্তের কথা জানাল EPFO। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেসরকারি সংস্থার কর্মীদের অবসরকালীন আর্থিক নিরাপত্তা বাড়াতে আরও বেশি করে পেনশন খাতে সঞ্চয়ের সুযোগ দেওয়া হবে। দেশের সমস্ত আঞ্চলিক এবং জোনাল দফতরকে এই নির্দেশিকা মানার নির্দেশও পাঠানো হয়েছে।
মূলত EPFO-এর অধীনে থাকা বেসরকারি সংস্থার কর্মীদের বেসিকের ১২ শতাংশ কেটে জমা দেওয়া হয়। কর্মীর ১২ শতাংশের পুরোটাই যায় প্রভিডেন্ট ফান্ডে। সংস্থার তরফে টাকা দু ভাগ হয়। এরমধ্যে ৮.৩৩ শতাংশ জমা পড়ে পেনশনে। বাকি অংশ জমা পড়ে প্রভিডেন্ট ফান্ডে। পেনশনে সরকারের অবদান ১.৬৭ শতাংশ।