১৭ বছরে পড়লেই এখন থেকে ভোটার তালিকায় (voter list) নাম তোলার জন্য আবেদন করা যাবে। তবে অগ্রিম আবেদন করলেও ভোটার তালিকা সংশোধনের সময় আবেদনের পরের বছর ১ জানুয়ারি বা তার পরে যাদের ১৮ বছর পূর্ণ হবে তাঁদের নাম তোলা হবে ভোটার তালিকায়। অর্থাৎ ভোটার হওয়ার বয়স ১৮-ই থাকছে।
অর্থাৎ ১৭ বছর বয়সে আবেদন করলে তখনই তাঁর নাম ভোটার তালিকায় উঠবে না, কিন্তু পরের বছর যখন তাঁর বয়স ১৮ হবে তখন তাঁর নাম তালিকায় উঠবে। বর্তমানে যে নিয়ম রয়েছে তাতে শুধু ১৮ উত্তীর্ণরাই ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারতেন।
মুখ্য জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডে সব রাজ্য়ের নির্বাচনী আধিকারিকদের এই সংক্রান্ত নির্দেশ দিয়েছেন। দেশের যুব সমাজ যাতে অগ্রিম ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারেন সেই লক্ষ্যেই এই নির্দেশ দেওয়া
Partha Chatterjee:মন্ত্রিসভা থেকে অবশেষে সরানো হল পার্থ চট্টোপাধ্যায়কে
কমিশন জানিয়েছে, এখন থেকে প্রতি তিনমাস অন্তর খসড়া ভোটার তালিকা সংশোধন করা হবে। সেই মতো ১ জানুয়ারি, ১ এপ্রিল, ১ জুলাই এবং ১ অক্টোবর খসড়া তালিকা সংশোধনের সময় ১৮ উত্তীর্ণদের নাম ভোটার তালিকায় তোলা হবে। একই সঙ্গে বছরে চারবার ঠিকানা পরিবর্তন, ভুল-ক্রুটি সংশোধনের সুবিধাও পাওয়া যাবে।
কমিশন ভোটার তালিকার সঙ্গে আধার সংযোগের কাজও শুরু করতে যাচ্ছে। এ জন্য নতুন একটি ফর্ম ৬-বি চালু করছে। কমিশন। তবে আধার যোগ না হওয়ার কারণে কারও ভোটাধিকার বাতিল হবে না বলে জানিয়েছে কমিশন।