আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগে মঙ্গলবার একাধিক চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে দেশ জুড়ে অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED Operation)।
এখনও পর্যন্ত দেশের ৪০টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, হিমাচল বহু রাজ্যে অভিযান চালিয়েছেন ইডির আধিকারিকরা। এই মোবাইল প্রস্তুতকারক সংস্থার (Chinese mobile companies) বিরুদ্ধে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED headquarter) সদর দফতরে।
আরও পড়ুন: ৭ উইকেটে হার ভারতের, রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে এজবাস্টনে সিরিজ বাঁচাল ইংল্যান্ড
প্রসঙ্গত, বেশ কয়েকটি চিনা মোবাইল ফোন নির্মাতা সংস্থার ওপর নজর ছিল ইডি'র। শুধু তাই নয়, আয়কর দফতর, স্বরাষ্ট্র মন্ত্রকের নজরেও ছিল এই সংস্থাগুলি। প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট লঙ্ঘনের (Prevention of money laundering act) অভিযোগে এই তল্লাশি চালানো হয়েছে বলে জানা গিয়েছে।
ভিভো ছাড়াও চিনের মোবাইল প্রস্তুতকারক সংস্থা শাওমির বিরুদ্ধে একই অভিযোগে তদন্ত করা হচ্ছে। প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে এই সংস্থার।