পর্ন ছবি তৈরির অভিযোগ উঠেছিল আগেই, এবার সেই সূত্রে রাজ কুন্দ্রার (Raj Kundra) বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগও আনল ইডি (Enforcement Directorate)। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, শিল্পা শেট্টির স্বামী তথা পেশায় ব্যবসায়ী রাজ কুন্দ্রার বিরুদ্ধে বৃহস্পতিবার আর্থিক অপরাধ সংক্রান্ত ধারায় ইডি মামলা রুজু করেছে।
গত বছর পর্ন ছবি তৈরির অভিযোগে রাজ কুন্দ্রাকে মুম্বই পুলিশ গ্রেফতার করেছিল। সেই মামলায় ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। রাজের বিরুদ্ধে অভিযোগ ছিল, পর্ন ছবি তৈরি করে তিনি তা অ্যাপের মাধ্যমে বিক্রি করতেন। পর্ন ছবির সেই ব্যবসায় বেআইনি আর্থিক লেনদেনে রাজ জড়িয়ে ছিলেন বলে ইডির অভিযোগ।
নিতিন গড়াই নামে এক ব্যবসায়ী আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন রাজের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, একটি আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তাঁকে রাজ যে প্রতিশ্রুতি দিয়েছিল তা রাখেনি। কিন্তু কোনও প্রতিশ্রুতিই পূরণ করেননি রাজ। নিতিন লগ্নির টাকা ফেরত চাইলে তাঁকে রাজ ভয় দেখান বলে অভিযোগ।