গোড়া থেকেই আঁচ পাওয়া গিয়েছিল। বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটে সংবাদমাধ্যমগুলির বুথফেরত সমীক্ষায় দাবি, গুজরাতে (Gujarat Assembly Election 2022) নিজেদের গড় ধরে রাখছে বিজেপি (BJP)। সমীক্ষায় দাবি, ৩৭ বছরের প্রথা ভেঙে হিমাচল প্রদেশেও সরকার গড়তে পারে বিজেপি।
গুজরাতে ১৮২টি আসনে বিধানসভা নির্বাচন। সংখ্যা গরিষ্ঠতার জন্য প্রয়োজন ৯২টি আসন। অধিকাংশ সমীক্ষায় দাবি, অনায়াসেই সংখ্যাগরিষ্ঠতা পাবে শাসকদল। কংগ্রেস ও আম আদমি পার্টির ভোট কাটাকাটির জেরে এবার বিজেপি গুজরাতে ভাল ফল করতে পারে বলে সমীক্ষায় ইঙ্গিত।
আরও পড়ুন: আসছে ঘূর্ণিঝড় মান্দাস, শীতের আগেই বদল আবহাওয়ায়
নিউজ এক্স-জন কি বাত বুথফেরত সমীক্ষায় দাবি, বিজেপি ১১৭-১৪০টি আসন পেতে পারে। রিপাবলিক টিভি পি-মার্ক সমীক্ষায় দাবি, ১২৮-১৪৮টি আসন পাবে বিজেপি। টিভি-নাইন গুজরাতি ফোরকাস্ট সমীক্ষায় দাবি, ১২৫-১৪০টি আসন পাবে বিজেপি। আগামী ৮ ডিসেম্বর গুজরাত বিধানসভা নির্বাচনের ভোটগণনা। সেদিনই জানা যাবে, কতগুলি আসনে জিতে সরকার গড়বে বিজেপি।