দিল্লি থেকে রাজস্থানের উদ্দেশ্যে ছুটবে ভারতীয় রেলের 'মহারাজা এক্সপ্রেস'। বিলাসবহুল এই ট্রেনে উঠলে নিজেকে মহারাজাই মনে হতে পারে আপনারও। ভ্রমণপিপাসুরা অবশ্যই এই রেলে উঠুন একবার। তবে এই ট্রেনের একটা টিকিটের দাম ১৯ লাখ টাকা।
ভাবছেন তো টিকিটের দাম এত কী করে? আজ্ঞে এই ট্রেনে উঠেই আপনি একপ্রকার ভ্রমণ সেরে নিতে পারেন৷ ভারতের নিরিখে এই ট্রেনের টিকিটের মূল্যই সবচেয়ে বেশি৷ ২০১০ সালের মার্চ মাসে মোট ৮৬ জন যাত্রী নিয়ে মহারাজা এক্সপ্রেস তার প্রথম যাত্রা শুরু করেছিল।
Parambrata Chatterjee: ফের ফেলুদার জুতোয় পা গলালেন পরম, আসছে 'সাবাশ ফেলুদা'
এই মুহূর্তে মহারাজা এক্সপ্রেসে ভ্রমণ করতে পারবেন মোট ৮৮ জন, যাত্রীদের জন্য রয়েছে ৪ রকমের রুমের ব্যবস্থা। সেই রুমের সাজসজ্জা বিলাসবহুল হোটেলগুলিকেও দেবে কয়েক গোল। ‘ডিলাক্স কেবিন’, ‘স্যুট’, ‘জুনিয়র স্যুট’ এবং ‘প্রেসিডেন্সিয়াল স্যুট’ নামে ৪ ধরনের শীতাতপনিয়ন্ত্রিত কোচ রয়েছে। যাত্রীদের পছন্দ অনুযায়ী নির্ধারিত হবে দাম।
প্রত্যেক রুম বা কোচেই থাকছে এলাহি আয়োজন। মুম্বই বা দিল্লি থেকে রাজস্থান যাওয়ার পথে যে যে জায়গায় মহারাজা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়ায় সেই জায়গায় দর্শনীয় স্থানগুলি ঘুরিয়ে দেখানো হয়। অবাধে সুরাপান থেকে ৪ বেলা ভালোমন্দ আহার। রাজার হালে থাকতে একবার চাপতেই পারেন মহারাজা এক্সপ্রেসে।