এক সারিতে দাঁড়িয়ে রয়েছেন সাংসদরা । প্রত্যেকের রাজনৈতিক মতাদর্শ আলাদা । কেউ বিজেপি(BJP), কেউ তৃণমূল (TMC) কেউ আবার ডিএমকে । মিলে গেল তাঁদের সুর । গাইলেন, 'কভি অলবিদা না কহেনা' । বৃহস্পতিবার রাজ্যসভার সাংসদদের (Farewell of Rajyasabha MP) বিদায় অনুষ্ঠানে এমন দৃশ্যের সাক্ষ্মী থাকল দেশ ।
বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডুর বাসভবনে সাংসদদের বিদায় অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় । এদিন রাজ্যসভা থেকে অবসর নেন ৭২ জন সদস্য । রাজ্যসভার অধিবেশনেও ওই ৭২ জনের বিদায়ী বক্তৃতার ব্যবস্থাও করা হয় ৷ উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) । এরপর বিদায়ী অনুষ্ঠান সাংসদদের সম্মান জানানো হয় । অন্যান্য সাংসদরা গান গাইলেন, কেউ আবার গিটার বাজালেন । অনুষ্ঠানের শেষে সবাই মিলে গাইলেন 'কভি অলবিদা না কহেনা' । সেখানে একসঙ্গে গান গাইতে দেখা গেল রূপা গঙ্গোপাধ্যায় ও দোলা সেনকেও ।
আরও পড়ুন, Dev : 'ক্ষমতার নেশায় এমন না হয়ে যায়, যে মানুষ মানুষকে চিনতে পারবে না' ; বগটুই প্রসঙ্গে দেব
রাজ্যসভা থেকে সাংসদদের অবসর গ্রহণ নিয়ে আগেই অনুষ্ঠানসূচি পরিকল্পনা করা ছিল । রাজ্যসভায় প্রধানমন্ত্রীর সম্ভাষণের পর সকল সাংসদদের সঙ্গে ছবি তোলা হয় । রাতে সাংসদদের জন্য বিশেষ নৈশভোজের আয়োজনও করা হয় । বিদায় সম্ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “বাঙালিরা যেমন বলে আমি আসছি, ইংরেজিতে বাই বাই বললেও আসলে আমরা বলতে চাই কাম এগেইন । এই সংসদে আবার ফিরে আসুন এটাই চাইব।”