নাসিক থেকে মুম্বই পদযাত্রা সিপিএমের সর্বভারতীয় কৃষক সংগঠনের। হাঁটতে হাঁটতেই প্রাণ হারালেন এক কৃষক। জানা গিয়েছে কৃষক নেতার নাম পুন্ডালিক আম্বো যাদব। বয়স ৫৮।
গত সপ্তাহে নাসিকের দিন্দোরি থেকে লংমার্চ শুরু করেছেন কৃষকরা। শুক্রবার থানে জেলার ভাসিন শহরের কাছে লংমার্চ পৌঁছয়। তখনই অসুস্থ হয়ে পড়েন ওই কৃষক নেতা। তাঁকে ভর্তি করা হয় শাহরানপুর হাসপাতালে। রাতে বমি শুরু হয়। শনিবার সকালে মৃত্যু হয় তাঁর। মহারাষ্ট্রের সিপিএম নেতা ও দলের পলিটব্যুরোর সদস্য অশোক ধাওয়ালে জানিয়েছেন, পুন্ডালিকের মৃত্যুর জবাব নেবেন হাজার হাজার কৃষক।
পেঁয়াজের কুইন্টাল প্রতি দাম ৬০০ টাকা, ১২ ঘণ্টা বিনামূল্যে কৃষিবিদ্যুৎ সরবরাহ ও কৃষিঋণ মুকুব-সহ একগুচ্ছে দাবিতে মুম্বইয়ে লংমার্চ করছেন কৃষকরা। সিপিএম নেতাদের দাবি, মিছিল যত এগোচ্ছে, তত জমায়েত বাড়ছে।