ফিভার ১০৪, নম্বই শতকের বাচ্চাদের কাছে এই রেডিয়ো স্টেশন ছিল কার্যত ওয়ান্ডার ল্যান্ড। রকমারি গান, মজার মজার গল্প, পছন্দের তারকাদের ইন্টারভিউ পডকাস্টের যুগে সে ছিল এক অন্য রূপকথার দিন। এবার সেই জনপ্রিয় রেডিয়ো স্টেশনই বন্ধের মুখে।
সম্প্রতি, লিঙ্কডইনে সংস্থার তরফে জানানো হয়েছে, মিডিয়ার ক্রমবর্ধমান বদল এবং ডিজিটালাইজেশনে রেডিও শোনার প্রবণতা কমছে। তার জেরেই বন্ধ করতে হচ্ছে এই স্টেশন।
এই স্টেশন চালু হয়েছিল ২০০৬ সালে, মোট ১৫ টি জায়গা থেকে বিভিন্ন ভাষায় ২২ টি স্টেশন চলত। সে সবই বন্ধ হচ্ছে। হারাচ্ছে নস্টালজিয়া।