ভারতের ৭৩-তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে 'পদ্মভূষণ' সম্মান পেয়েছিলেন তিনি (Sundar Pichai)। ২ দিন যেতে না যেতেই গুরুতর অভিযোগ উঠল সুন্দর পিচাইয়ের বিরুদ্ধে (FIR against Sundar Pichai)!
আরও পড়ুন: ভারতে স্টার্টআপের বাজার যেভাবে বাড়ছে, তা 'হৃদয়স্পর্শী', জানালেন গুগল সিইও সুন্দর পিচাই
‘আন্দাজ’ এবং ‘ইন্তেকাম’-এর মতো হিট বলিউড ছবির পরিচালক সুনীল দর্শন গুগলের সিইও সুন্দর পিচাই এবং গুগলে আরও একাধিক কর্মচারীর বিরুদ্ধে (FIR against Sundar Pichai) এফআইআর দায়ের করলেন। কপিরাইট লঙ্ঘনের অভিযোগেই (Copyright violationg act) এই এফআইআর বলে জানা গিয়েছে।
অভিযোগ করে সুনীল দর্শন জানান, তিনি ২০১৭ সালে তাঁর পরিচালিত ছবি ‘এক হাসিনা থি এক দিওয়ানা থা’-র (Ek haseena thi, ek deewana thi) স্বত্ব কাউকে বিক্রি না করা সত্ত্বেও ছবিটি ইউটিউবে (Youtube) আপলোড করা হয়েছে এবং ইতিমধ্যে কয়েক লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন।
‘বারবার জানানো সত্ত্বেও’ গুগলের তরফ থেকে কোনও ব্যবস্থা গ্রহণ না করাতেই তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন বলে জানিয়েছেন সুনীল দর্শন।
মুম্বই পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশে কপিরাইট লঙ্ঘন সংক্রান্ত মামলায় সুন্দর পিচাই (FIR against Sundar Pichai) সহ আরও ৫ গুগল কর্তার নামে অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
১৯৫৭ সালের কপিরাইট লঙ্ঘন আইনের (Copyright violating act) ৫১, ৬৩ ও ৬৯ ধারায় এফআইআর (FIR against Sundar Pichai) রুজু করা হয়েছে।
উল্লেখ্য, ভিডিয়ো শেয়ারিং সাইট ইউটিউব বর্তমানে গুগলের অন্যতম অধীনস্থ প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়।