তখন দুপুরবেলা । গ্রেটার নয়ডার একটি শপিং মলে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল । এমনকী, আতঙ্কে চারতলা থেকে ঝাঁপও দিলেন কয়েকজন । গুরুতর জখম অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে । বহুতল থেকে ঝাঁপ দেওয়ার সেই ভয়াবহ ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে । যা দেখলে শিউড়ে উঠবেন আপনিও ।
জানা গিয়েছে, এদিন পশ্চিম গ্রেটার নয়ডার বিষরাখ থানার গৌর সিটি ১, অ্যাভিনিউ ১ শপিং মলে আগুন লাগে । আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে । শপিং মলের ভিতরে হুড়োহুড়ি পড়ে যায় । প্রাণ বাঁচাতে অনেকে শপিং মলের চারতলা থেকে নিচে ঝাঁপ দেন । ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, মলের বাইরে চার তলা থেকে ঝুলছে কয়েকজন । হঠাৎ-ই সেখান থেকে ঝাঁপ মারলেন দু'জন । ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে । মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহতদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন, Kerala Accident: অ্যাম্বুল্যান্সে ধাক্কা শিক্ষামন্ত্রীর কনভয়ের, আহত ৩, প্রকাশ্যে সিসিটিভির ভিডিয়ো
কী থেকে আগুন তা জানা যায়নি । দমকলবাহিনীর প্রাথমিক অনুমান, শট সার্কিট থেকেই আগুন লাগে মলে ।