মহারাষ্ট্রের দর্জির দোকানে ভয়াবহ আগুন । মৃত্যু অন্তত ৭ জনের । তাঁদের মধ্যে দু'জন শিশু রয়েছে বলে খবর । ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভজি নগরে । ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে । কীভাবে আগুন লাগল, এখনও তা জানা যায়নি ।
ভোর তখন চারটে । ঘুমে আচ্ছন্ন সকলে । সেইসময় বন্ধ দর্জির দোকানে ভয়াবহ আগুন লাগে । মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে । ওই দোকানের উপরেই থাকতেন বেশ কয়েকজন । তাঁদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে । তাঁদের মধ্যে রয়েছেন তিন জন মহিলা, দু’জন পুরুষ এবং দু’টি শিশু । মৃতদের মধ্যে দমকলের প্রাথমিক অনুমান ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁদের ।
শট সার্কিটের জেরেই আগুন লাগে বলে খবর । দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। পুলিশ তদন্ত শুরু করেছে ।