কখন বিপদ আসে, কেউ বলতে পারে না। সৌন্দর্য উপভোগ করতে গিয়ে মাথায় ভেঙে পড়ল পাহাড়ের পাথরের চাঁই। হ্রদের জলে তলিয়ে মৃত্যু পাঁচ পর্যটকের (Tourists)। নিখোঁজ ২০ জন। আহত হয়েছেন আরও বহু পর্যটক। ভয়ানক এই ঘটনাটি ঘটেছে ব্রাজিলের (Brazil) ফুরনাস হ্রদে (Furnas Lake)। তারপরই প্রকাশ্যে এসেছে এই ভিডিয়ো।
ব্রাজিলের ফুরনাস হ্রদ পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝরনা, গুহা ও অন্য জায়গায় প্রত্যেক বছরই পর্যটকরা ভিড় করেন। শনিবার ফুরনাস হ্রদে নৌকায় চেপে সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন বহু পর্যটক। পাহাড়ের গা ঘেঁষে হ্রদের জলে পর্যটকদের বেশ কয়েকটি নৌকা দাঁড়িয়েছিল।
আরও পড়ুন:নির্বিচারে গণহত্যার অভিযোগ মায়ানমারে, উদ্ধার হল ত্রিশের বেশি দগ্ধ মৃতদেহ
হঠাৎ ছোট ছোট পাথরের টুকরো গড়িয়ে হ্রদে পড়তে দেখেন পর্যটকরা। বিষয়টি তাঁরা খুব স্বাভাবিক ভেবেছিলেন। কিন্তু তাঁদের জন্য যে কী বড় বিপদ অপেক্ষা করছিল, তা বুঝতে পারেননি। কয়েক সেকেন্ডের মধ্যেই আরও একটু বড় পাথর পাহাড়ের গা থেকে খসে পড়ে। পাহাড় থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে ছিল পর্যটকরা। নৌকাগুলো সরিয়ে আনতে বলা হয়। এরপরই চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পাহাড়ের একাংশ। তার নীচে চাপা পড়ে পাঁচ পর্যটক। নিখোঁজ হয়েছেন বহু পর্যটক।