বাংলার জলপাইগুড়ির ছায়া অসমের সোনিতপুরে। বিজয়া দশমীর দিন প্রতিমা ভাসান দিতে গিয়ে তলিয়ে গেল কমপক্ষে ১০ জন। স্থানীয় প্রশাসন জানিয়েছেন, হড়পা বাণের জেরে এই ঘটনা ঘটেছে। তবে কিছুক্ষণের মধ্যেই সবাই করে উদ্ধার করেছে প্রশাসন। সেই উদ্ধারের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
দশমীর সকালে প্রতিমা ভাসান দিতে স্থানীয় গাভারু নদীর তীরে ভিড় করেছিলেন অনেকেই। বৃষ্টিও পড়ছিল। তারমধ্য়েই চলে আসে হড়পা বাণ। আর তাতেই ভেসে যান কমপক্ষে ১০ জন। দ্রুত শুরু হয় উদ্ধারের কাজ। মূলত বাকি যাঁরা দাঁড়িয়ে ছিলেন তাঁরাই উদ্ধারে হাত লাগান।
দশমীর সন্ধ্যায় রাজ্যের জলপাইগুড়ি জেলার মাল নদীতে প্রায় একই ঘটনায় মৃত্যু হয়েছে অনেকের। বিশেষজ্ঞদের মতে, অক্টোবরের এই সময় পাহাড়ি এলাকায় মেঘ অনেকটাই নিচে নেমে আসে। তার জেরেই ঘন ঘন মেঘ ভাঙা বৃষ্টি আর হড়পা বাণের সৃষ্টির হয়।