হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের ধাক্কায় কার্যত কেঁপে গিয়েছে আদানি গ্রুপ। গৌতম আদানির (Gautam Adani) সম্পত্তি প্রায় ১০ দিনেই অর্ধেক হয়ে গিয়েছে। এবার এই নিয়ে প্রথম মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)।
শুক্রবার নির্মলা সীতারমণ জানান, দেশের বাজার নিয়ন্ত্রণে আছে। গৌতম আদানির বিপুল ক্ষতি বিনিয়োগকারীদের আস্থা ও বিশ্বাসকে প্রভাবিত করতে পারবে, তা আশা করেননি বলেও জানান অর্থমন্ত্রী। সম্প্রতি নিউজ ১৮-এর একটি সাক্ষাৎকারে নির্মলা সীতারমণ জানান, দেশ সম্পূর্ণ সুশাসনে আছে। আর্থিক বাজারে কেন্দ্রের নিয়ন্ত্রণ আছে। কিন্তু গোটা বিশ্বে অনেক কথাই বলা হচ্ছে।
আরও পড়ুন: ১৬ হাজার কোটির শেয়ার কিনে ভিআই টেলিকম সংস্থাকে স্বস্তি কেন্দ্রের
এদিন সাক্ষাৎকারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশের পাবলিক সেক্টরের আর্থিক প্রতিষ্ঠানগুলি এই বিষয়ে বিস্তারিত তথ্য সামনে এনেছে। আদানি গ্রুপের শেয়ারের ধসের কারণে প্রতিষ্ঠানগুলিতে প্রভাব পড়বে না বলেও জানান তিনি। বিনিয়োগকারীদের আস্থাও আগের মতো বজায় থাকবে।