তামিলনাড়ুর কুড্ডালোরে বাস দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। জখম কমপক্ষে ৭০ জন। সোমবার সকালে একটি বেসরকারি বাসের টায়ার ফেটে যাওয়ায় বিপত্তি ঘটে। পুলিশ জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি বাসের উপরেই ধাক্কা মারে। ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, দুটি বাসই কুড্ডালোর-পানিরুটি রুটের।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, রিসোল টায়ার নিয়ে ছুটছিল অভিশপ্ত বাসটি। রাস্তার মাঝপথেই টায়ার ফেটে যায়। ঘটনাস্থলে স্থানীয়রা প্রথমে উদ্ধারের কাজ শুরু করেন। পুলিশ এসে আহতদের হাসপাতালে পাঠায়। ঘটনায় নিহত ও আহতদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার।