শুক্রবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। এই নিয়ে দ্বিতীয়বার। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে লখনউয়ের অটলবিহারী বাজপেয়ী স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সহ একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত ছিলেন. উপস্থিত ছিলেন বলিউড তারকারাও। মোট ৮৫ হাজার মানুষের উপস্থিতিতে শপথ পাঠ করেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath oath ceremony)। ছিলেন অক্ষয় কুমার (Akshay Kumar), কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। ছিলেন 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবং অভিনেতা অনুপম খের।
আরও পড়ুন: বগটুই কাণ্ডে আনারুল হোসেনের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের
যোগী আদিত্যনাথের (Yogi Adityanath took oath as CM) দুই জন ডেপুটি থাকবেন। ভোটে হারা সত্ত্বেও কেশবপ্রসাদ মৌর্য হলেন উপমুখ্যমন্ত্রী। তার সঙ্গেই থাকছেন ব্রজেশ পাঠক। তিনি দীনেশ শর্মার স্থলাভিষিক্ত হবেন।
বিশিষ্টদের পাশাপাশি সাধারণ মানুষই উপস্থিত ছিলেন শপথগ্রহণ অনুষ্ঠানে। পুরো স্টেডিয়াম জুড়ে 'নয়া ভারত কা নয়া ইউপি' পোস্টার ছিল চোখে পড়া মত।