প্রতিবছরের মতো এবারও গণেশ বন্দনায় মেতেছে বেঙ্গালুরু। কিন্তু এবার সবাইকে তাক লাগিয়ে দিয়েছে শ্রী সত্য গণপতি মন্দির। কারণ, টাকা ও কয়েন দিয়েই চলতি বছরের মণ্ডপ সজ্জা করেছে তারা। ৫০০, ১০০, ৫০ সহ ২ কোটি টাকারও বেশি নোট দিয়ে প্যান্ডেল সাজানো হয়েছে।
কমিটির তরফে জানানো হয়েছে, ১০টাকা থেকে ৫০০ টাকার আসল নোট ব্যবহার করে মণ্ডপ সজ্জা করা হয়েছে। পাশাপাশি প্রায় ৭০ লাখ টাকার কয়েনও ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে মোট ২ কোটি ১৮ লাখ টাকা খরচ করা হয়েছে মণ্ডপ সাজাতে।
এবিষয়ে মন্দিরের ট্রাস্টি মোহন রাজু NDTV-কে জানিয়েছেন, অতি দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। পুরো বিষয়টি তৈরি করতে তিন মাস সময় লেগেছে। ওই টাকা বিভিন্ন ভক্তরা দান করেছেন। পুজো শেষে তাঁদেরকে ওই টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
Read More- চশমা নাকি মাস্ক, ধরতে পারবেন না! সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রতীক সহেজপালের সঙ্গে নজর কাড়লেন উরফি
বিগত বছরগুলিতেও ইকো-ফ্রেন্ডলি মণ্ডপ তৈরি করেছিল সত্যগণপতি মন্দির। ফুল, ভুট্টা, কাঁচকলা সহ একাধিক সামগ্রী দিয়ে মণ্ডপ তৈরি করে আলোচনার কেন্দ্র বিন্দুতে এসেছিল তারা।