১৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সূচনা হবে ৩২০০ কিলোমিটার জলপথ পাড়ি দেওয়া প্রমোদতরী। বারাণসী থেকে কলকাতা ও ঢাকা হয়ে এগোবে এই তরী। গোটা পথ ২৭টি নদনদী পেরিয়ে যেতে সময় লাগবে ৫০ দিন। এরমধ্যে ১২ দিন এই তরী থাকবে বাংলায়। এই প্রমোদতরীর নাম ‘গঙ্গা বিলাস’, বিদেশি পর্যটকরাই থাকবে তরীতে।
বিভিন্ন শহরে দাঁড়িয়ে ঘুরে দেখানো হবে সেই শহরের পর্যটনকেন্দ্রগুলি। মুর্শিদাবাদ, মায়াপুর, কালনা, ব্যান্ডেল, চন্দননগর ও কলকাতার মতো শহরগুলিও দেখে যাবেন পর্যটকরা। বর্ণনার জন্য রাখা হবে গাইড।