৭৩ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম সম্মান (Padma Award) প্রাপকদের তালিকা ঘোষণা করল কেন্দ্র। চপার দুর্ঘটনায় নিহত ভারতের প্রাক্তন সিডিএস জেনারেল বিপিন রাওয়াতকে (Bipin Rawat) মরণোত্তর পদ্ম বিভূষণ দেওয়া হল।
এ'বছরের পদ্ম ভূষণ প্রাপকদের তালিকায় নাম রয়েছে গুগল সিইও সুন্দর পিচাই (Sundar Pichai) এবং মাইক্রোসফট সিইও সত্য নাদেলার (Satya Nadella)।
‘অভিমানে’ পদ্মশ্রী সম্মান প্রত্যাখান করলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়
অতিমারী পর্বে ভারতে ভ্যাকসিন তৈরিতে অবদানের জন্য ভারত বায়োটেক চেয়ারম্যান কৃষ্ণা এল্লা, সুচিত্রা এল্লা, এবং সেরাম ইন্সটিটিউটের ম্যানেজিং ডিরেক্টর সাইরাস পুনাওয়ালাকেও (Cyrus Poonawala) সম্মানিত করা হচ্ছে পদ্ম ভূষণে।
অলিম্পিকে ভারতের নাম সোনার অক্ষরে লিখে ফেলা নীরজ চোপড়া (Neeraj Chopra) পেলেন পদ্মশ্রী।
জম্মু কাশ্মীরের কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ পেলেন পদ্ম ভূষণ। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং মরণোত্তর পদ্ম বিভূষণ-এ সম্মানিত হলেন।