জম্মু-কাশ্মীরের নির্বাচন কমিটির চেয়ারম্যানের পদ থেকে কয়েক দিন আগেই ইস্তফা দিয়েছিলেন প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)। শুক্রবার আরও বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন এই কাশ্মীরি নেতা। দীর্ঘদিনের দল কংগ্রেস থেকেই ইস্তফা দিলেন গুলাম নবি আজাদ।
দল ছাড়ার কারণ হিসেবে দীর্ঘদিনের ক্ষোভের কথাই তুলে ধরেন তিনি। রাহুল গান্ধীকে কাঠগড়ায় তুলেই দল ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে একটি চার পাতার চিঠি পাঠিয়েছেন গুলাম। তাতে তাঁর দল ছাড়ার নেপথ্য কারণ হিসেবে রাহুল গান্ধীর ‘অপরিণত নেতৃত্ব’কেই দায়ী করেছেন। সেইসঙ্গে লিখেছেন, দলের মধ্যে প্রবীণদের সঙ্গে পরামর্শ করার সংস্কৃতিই নষ্ট করে দিয়েছেন রাহুল।
কংগ্রেস সভানেত্রী হিসেবে সনিয়া গান্ধীর ‘নিষ্ক্রিয়তা’ নিয়ে যে নেতারা দলের মধ্যে সরব হয়েছিলেন, সেই জি-২৩ গোষ্ঠীর মাথা ছিলেন গুলামই। একাধিকবার তিনি যা বলেছেন তা সরাসরি গান্ধী পরিবারের দিকে কামান দাগার সমান ছিল। তারপরেও ভূ-স্বর্গের ভোট কমিটির চেয়ারম্যান করা হয়েছিল। কিন্তু সেই পদ কয়েকদিন আগে ছেড়ে দিয়েছিলেন তিনি। এবার দলই ছেড়ে দিলেন।